শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভ্যানগাড়ি চালিয়ে ছবির প্রচারণায় চিত্রনায়ক রাসেল মিয়া 

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১১ ১১ ০২  

ভ্যানগাড়ি-চালিয়ে-ছবির-প্রচারণায়-চিত্রনায়ক-রাসেল-মিয়া 

ভ্যানগাড়ি-চালিয়ে-ছবির-প্রচারণায়-চিত্রনায়ক-রাসেল-মিয়া 

নব্বই দশকে ভ্যানে মাইক করে সিনেমার প্রচারণা ছিলো সাধারণ ঘটনা। কিন্তু তথ্য-প্রযুক্তির আধুনিক এই প্রচারণা বিস্মকর। সেই কাজটি করছেন রাসেল মিয়া। পরনে শার্ট-লুঙ্গি আর কাঁদে গামছা নিয়ে ভ্যানে প্যাডেল করছেন তিনি। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভ্যানে প্যাডেল করে ‘ভাইয়ারে’ সিনেমার প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় চরিত্রের এই অভিনেতা।

এ চিত্র দেখে অবাকপ্রায় রাজধানীর রিকশা চালকেরা।  তারা বলছিলেন, একজন অভিনেতা কিভাবে খুব সাধারণ পোশাকে তাদের কাতারে এসেছেন! তারা দেখে অবাক।  এই অভিনেতার সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শুভেচ্ছা বিনিময় করেন।

ভ্যানে পোস্টার সাজিয়ে মাইকে ‘ভাইয়ারে’ সিনেমার প্রচারণা করা হচ্ছে। সরাসরি দর্শকদের সাথে মিশে সিনেমা দেখার আমন্ত্রণ জানানোর জন্য ব্যতিক্রম প্রচারণায় নেমেছেন ‘ভাইয়ারে’ সিনেমার  চিত্রনায়ক রাসেল মিয়া। আগামী ২ সেপ্টেম্বর এই সিনেমার শুভমুক্তি।

ভিন্নধর্মী এই প্রচারণা প্রসঙ্গে তিনি দৈনিক প্রভাতীকে বলেন, দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানাতে নিজেই প্রচারণায় নেমেছি। নিজেই ভ্যানে প্যাডেল করে ঢাকা শহরে ঘুরে ঘুরে প্রচারণা করছি। সিনেমার প্রচারণার স্বার্থে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যানে প্যাডেল করে হলে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ করবো।’

ব্রেন এন্ড লাইফ হসপিটাল এর ‘ভাইয়ারে’ সিনেমার দুই মিনিটের ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি ব্যাপক আলোচনায় রয়েছে। রাজধানী জুড়ে সাঁটানো হয়েছে পোস্টার। সিনেমার ট্রেইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘ভাইয়ারে’ সিনেমা শুভমুক্তির আগেই দর্শকপ্রিয়তা এবং প্রসংশা কুড়াচ্ছে। নেটি দর্শকরা ‘ভাইয়ারে’ সিনেমা শুভমুক্তির অপেক্ষায় রয়েছেন।

গত ২৪ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘ভাইয়ারে’ সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শনীর পর সবাই ভূয়সী প্রশংসা করেছেন বলে জানিয়েছেন অভিনেতা রাসেল মিয়া।

রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমায় রাসেল মিয়া ছাড়া আরো অভিনয় করছেন জারা, এ্যালিনা শাম্মি, সিমান্ত আহমেদ, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু সহ আরও অনেকে।

Provaati
    দৈনিক প্রভাতী